স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে থাকতে হবে।

Views ( 442 ) Nayeemtfs Mar 21, 2024
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে থাকতে হবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ুথ কনফারেন্স ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনে সভার আয়োজন করা হয়। মো. মহিববুর রহমান বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। উন্নত দেশের নাগরিক হিসেবে, আজকের তরুণদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। সেক্ষেত্রে তরুণদের অংশগ্রহণে তামাক ও মাদকবিরোধী প্রচারণাকে আরও জোরদার করতে হবে এবং নিজেদের দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

Other Events