Preloader
  • +880-1784-507278
  • House-139, (Level-4), Road-22, Mohakhali DOHS, Dhaka-1206, Bangladesh

Shastho Shurokkha Foundation is a registered non-profit, social change maker, and Foundation worked in the area of humanitarian responses, education, tree plantation and social awareness campaigns.

 

Office Address

House-139, (Level-4), Road-22, Mohakhali DOHS, Dhaka-1206, Bangladesh

Phone Number

+880-1784-507278

Email Address

[email protected]

Office Schedule

Sat-Thu: 9:00 am - 5:00 pm

ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা এবং ভিসি মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান।

তামাকপণ্যের দ্রুত কর বৃদ্ধির দাবী এবং ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি তামাক বিরোধী শোভাযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার, ১৩ মার্চ, সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোব্যাকো ক্লাবের আয়োজনে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে বিজ্ঞান বিভাগের মূল ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়। এই সময় শিক্ষার্থীরা তামাকপণ্যের কার্যকর করারোপের যৌক্তিক দাবী তুলে ধনের।  যেমন- সিগারেটের বর্তমান চারটি স্তরকে কমিয়ে তিনটি স্তরে নামিয়ে আনা অর্থাৎ নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে একটি স্তর করা এবং নিন্ম স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য ৯০ টাকা নির্ধারণ করা; এছাড়াও সকল স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ৬৭% করার দাবী করা হয়। এছাড়া উচ্চ স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য ১৪০ টাকা, এবং প্রিমিয়াম স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের সর্বনিম্ন মূল্য ১৯০ টাকা কারার প্রস্তাব দেয়া হয়। শোভাযাত্রা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোব্যাকো ক্লাবের চার সদস্য বিশিষ্ট একটি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারারের নিকট ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক সাধারণ ছাত্রছাত্রীর স্বাক্ষর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ট্রেজারার মহোদয়ের নিকট প্রদান করা হয় এবং এসকল ছাত্রছাত্রী সকলেই ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে তাদের স্বাক্ষর প্রদান করেন।